ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

তৌহিদুল ইসলাম সরকার
ডিসেম্বর ১০, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ । ১৬৫ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে গোপন সূত্রের ভিত্তিতে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার মুশুল্লি ইউনিয়নের তারের ঘাট বাজারের পাথর ব্যবসায়ী কামাল মিয়ার অফিসের সামনে থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় (ময়মসিংহ-ট-১১-০২৭৬) ট্রাক সহ আবু বক্কর সিদ্দিক নামে এক চালককে আটক করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাদী হয়ে চালক আবু বক্কর সিদ্দিক সহ অজ্ঞাত ১/২জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৭/৩২৩। ট্রাক চালক আবু বক্কর ছিদ্দিক উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা গ্রামের আ: গণির পুত্র।

জব্দকৃত ১৮০ বস্তা চিনি মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। চিনি জব্দ করার পর কোন মালিকের সন্ধান পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।