ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

আল কোরাইশ রকি
মার্চ ৮, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ । ৪৭৩ জন
link Copied

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের এলাকা থেকে এ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা সার্কেল মুঃ আব্দুল মমীন ও ওসি মোজাফফর হোসেনের দিকনির্দেশনায় পত্নীতলা তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বাঁশের বাগানে তাদের ফেলে যাওয়া প্রায় ১৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি/এনপি