টাঙ্গাইলের মধুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বর্বস্তরের মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালিটি মধুপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
রবিবার (১৭ মার্চ)সকাল ১০টায় সর্বস্তরের মানুষের উপস্থিতে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার, মোনাজাত ও র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, সহকারী পুলিশ সুপার ফারজানা আক্তার জেমী সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান যষ্টিনা নকরেক, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -১ এঁর সভাপতি বজলুর রশিদ খান চুন্নু, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুল হালিম চিসতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।