ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

সাইবুর রহমান সুমন
নভেম্বর ২৫, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ । ১৭৪ জন
link Copied

যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে সাড়ে ৯ টার সময় তাকে আটক করা হয়।

আটককৃত জাহিদুল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় তাকে সীমান্তের বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগান হতে ফেন্সিডিলের চালানসহ আটক করেছেন পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এ সময় ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনপি