কুড়িগ্রামের উলিপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজা।
এর আগে দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে ।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামের দু-জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
স্থানীয় জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে নুর হোসেন নিহত হয়।
ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।