ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

কুড়িগ্রামে ডিমের খাঁচায় ফেনসিডিলসহ গ্রেফতার ১

রফিকুল হক রফিক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ । ২৬৫ জন

কুড়িগ্রামে অভিনব কায়দায় কোয়েল পাখির ডিমের খাঁচায় ফেনসিডিল পরিবহনের সময় ১০২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে নাগেশ্বরীর আলেপের তেপতি এলাকা থেকে ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৬২) কে অটোরিকশায় অভিনব কায়দায় কোয়েল পাখির ডিমের প্লাস্টিকের খাঁচায় ১০২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। মাদক কারবারি মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।