ঢাকাFriday , 13 September 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাদকসহ গ্রেফতার ১

মোঃ জাকির হোসেন
জানুয়ারি ২১, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ । ১০৮ জন
link Copied

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মহসীন উল্লাহ্ খান (২৮)। সে জেলার ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ী এলাকার আবু সাঈদ নূর খানের পুত্র।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোয়া ৯ টায় ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দশ মাইল বাজারস্থ জনৈক মোঃ রুবেল মিয়ার ইলেকট্রিক ও ওয়েন্ডিং এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মহসীন উল্লাহ্ খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।