ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে মাদকসহ গ্রেফতার ১

বাবুল রানা
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ । ১৭৪ জন
link Copied

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের ৪.৫.৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এর আপন ভাই হেলালকে হেরোইন সহ গ্রেফতার করেছে টাংগাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস আভিযানিক টিম।

বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে পৌর শহরের টেকিপাড়া এলাকার নিজ বাড়ি হতে হেলাল(৪০) কে হেরোইন সহ গ্রেফতার করা হয়। বিভিন্ন সুত্রে জানা যায়, হেলাল দীর্ঘ দিন যাবৎ নিজে এবং তার বাহিনী দিয়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

এ বিষয়ে এলাকাবাসী জানান, আমরা ভয়ে মুখ খুলতে পারিনা হেলাল এলাকায় নিজে এবং তার লোকজন দিয়ে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের কাছে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধংস করে আসছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সিরাজুল আলম জানান, এই অভিযান অব্যাহত থাকবে।