ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতর নাম মোঃ আসাদ (৪৪)। সে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার চান্দি উত্তরপাড়া এলাকার মৃত. মর্তুজ আলীর পুত্র।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ১৬ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা পৌরসভাস্থ ০২নং ওয়ার্ড এর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে হোটেল সেভেন ষ্টার এর সামনে ফাঁকা জায়গায় হইতে আট কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আসাদ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত আট কেজি গাঁজাউদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।