ঢাকাSunday , 19 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে শিশু মহিলাসহ আহত ১২

মোঃ জাকির হোসেন
নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ । ১৬৭ জন
link Copied

ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় গ্যাস বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু, মহিলাসহ ১২ জন দগ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার টার দিকে হঠাৎ বিকট শব্দে হয়। শব্দ শুনে আশেপাশে লোকজন ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিস্ফোরণের ফলে টিনের চাল উড়ে গেছে এবং আশেপাশে কয়েকটি টিনের ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনপি