ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ । ৩৫ জন
link Copied

সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার সদর, রায়গঞ্জ, এনায়েতপুর, শাহজাদপুর, সলঙ্গা, বেলকুচি, কাজিপুর, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামসহ বিএনপির ১১ জন এবং জামায়াতের এক নেতা রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম জানান, জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এবি/এসআর