সাভারে চোরাই লেগুনা উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ভোলা জেলার চরফ্যাশন থানার জনতা বাজারের হাতেম হাওলাদারের ছেলে রাকিব বাবুসহ (২৮) আরো এক জন।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান,একটি লেগুনা চুরির অভিযোগ হয়েছিল।তার ভিত্তিতে তদন্ত করে সাভারের বলিযারপুর এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সাথে চোরাইকৃত লেগুনা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।