ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন যারা

মনিরুজ্জামান মনির
নভেম্বর ২৬, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ । ৩৩৯ জন
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসন ২টি আসনে অপরিবর্তিত রেখে একটিতে নতুন মুখ হিসেবে পরিবর্তন আনা হয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ (১৪৩) সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-২ (১৪৪) আসনে ৫ বারের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ (১৪৫) আসনে শ্রীবরদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তিন বারের খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

এনপি