ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

বাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ । ১৬৭ জন
link Copied

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্বজনারা জানায়, ওই শিশুরা সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য আমিনুর রশিদ মন্ডল বলেন, ওইস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

টিএইচজে/এসআর