ঢাকাSaturday , 9 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় ট্রলিচালক নিহত

বাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ । ৩৪ জন

গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

link Copied

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় এক ট্রলিচালক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালকের নাম, সোহাগ (১৯)। তিনি উপজেলার আলিমগঞ্জ গোপালপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক ও রাজশাহীগামী সওদাগর ট্রান্সপোর্টের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার পাশে সিমেন্ট ভর্তি ট্রাকটি পড়ে যায়। সংঘর্ষের ফলে সওদাগর ট্রান্সপোর্টের ট্রাকটি হঠাৎ থেমে যায়। এসময় পেছনে থাকা ট্রলি ট্রোকে ধাক্কা দিলে ট্রলিচালক ঘটনাস্থলেই মারা যায়।

অন্য দুই গাড়ির চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার আলী তুহীন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সংঘর্ষ হওয়া দুই ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হবে বলেও জানান তিনি।

আরএইচএফ/এসআর