ঢাকাSaturday , 9 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাস থেকে ৪ মণ জাটকা জব্দ, জরিমানা

বাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ । ১৯ জন
link Copied

বরগুনার তালতলীতে ঢাকাগামী যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুই বাসের সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে তালতলী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন ও গ্রামীণ পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসে প্রায় ৪ মণ জাটকা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়।

তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ।

এইচএম/এসআর