ঢাকাFriday , 17 January 2025
আজকের সর্বশেষ সবখবর

মিধিলির প্রভাবে নান্দাইলে ফসলের ব্যাপক ক্ষতি

তৌহিদুল ইসলাম সরকার
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ । ১৯৯ জন
link Copied

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নান্দাইলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সারাদিন রাত গুড়ি গুড়ি বৃষ্টি সঙ্গে ছিল হিমেল হাওয়া। ঝড় ও বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি মানুষ।

ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ১৩টি ইউনিয়নের রবিশস্য, সবজিসহ আলু রোপনের বীজতলা। বাতাসে মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয়েছে মাঠের পাকা আমন ধান।

উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের বর্গা চাষী কৃষক ফজলুর রহমান বলেন, স্থানীয় ক্ষুদ্রতালির নিকট হতে ৬০ শতক জমি বর্গা নিয়ে আমান ধান রোপন করি। ফসল ভালোই হয়েছিল। মাঠে জমির ফসল পেকেছিল। আমন ধান কাটার প্রস্তুতিও নিয়েছিলাম। হঠাৎ এরকম হবে জানা ছিল না। বাতাসে পাকা ধান নুয়ে পড়েছে। জমিতে হালকা পানি জমে গেছে। এখন ধান কাটা কষ্ট হয়ে পড়েছে। অনেক ধান নষ্টও হবে।

কৃষক সুলতান উদ্দিন বলেন, আমার ৩০ শতক জমির পাকার ধান বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে মাটিতে। ফসল কেটে মাড়াই করতে অনেকটাই কষ্ট হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, হঠাৎ এ সময়ে বৃষ্টির কারণে রবি সবজির বীজতলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমনের তেমন একটা ক্ষতি হয়নি।

এনপি