ময়মনসিংহে অবরোধের সমর্থনের মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় মিছিল বের করে তারা। মিছিল শেষে যানবাহনে ইটপাটকেল মেরে ভাঙচুর করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ময়মনসিংহ মহানগর বিএনপি উদ্যোগে মিছিলটি বের হয়। বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে রেলক্রসিং পর্যন্ত গেলে পুলিশের প্রতিরোধের মুখে পড়ে। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতারা। এ সময় রাস্তার পাশে থাকা বিআরটিসির বাসসহ কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পালিয়ে যান বিএনপি নেতারা।
মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, পুলিশের অবস্থান দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
এনপি