ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাবার উদ্দেশ্যে পালিয়ে আসা তরুণী কুড়িগ্রাম সীমান্ত থেকে উদ্ধার

রফিকুল হক রফিক
নভেম্বর ২০, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ । ২৪২ জন
link Copied

বাগেরহাট জেলা থেকে নিখোঁজ তরুণী ঐশীকে চারদিন পর উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, ঐশী জিজ্ঞাসাবাদে বলে যে, ফেসবুকের মাধ্যমে তার সাথে এক ভারতীয় যুবকের পরিচয় হয়। সেই যুবকের কথা মতে সে কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে ভারতে যাওয়ার উদ্দ্যেশে বাগেরহাট থেকে এখানে পালিয়ে আসে।

গত ১৬ নভেম্বর বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পালেরখন্ড এলাকা হতে ঐশি বাড়াই (১৭) নিখোঁজ হয়। পরে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় সাধারন ডাইরী (জিডি) করেন ঐশীর বাবা।

জিডির প্রেক্ষিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকশ টিম নিখোঁজ ঐশি বাড়াই (১৭)কে ফুলবাড়ী এলাকার ব্রাক মোড় থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার বাবা মাকে অবগত করা হলে ফুলবাড়ী থানায় উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, গতকাল ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজনকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনপি