‘শ্বাসই জীবন, পদক্ষেপ নিন এখনই’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব সিওপিডি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৩ টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অংশীদারত্বে এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষ রোগী ও রোগীদের স্বজনদের সচেতনতার লক্ষ্যে আয়োজন করে সায়েন্টিফিক সেমিনার।
বিশিষ্ট অ্যাজমা চিকিৎসক ডাঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে সিওপিডি সহ অন্যান্য অসংক্রামক রোগ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়।
অন্যান্যদের মধ্যে ডাঃ আরিফুল ইসলাম ও ডাঃ তানভীর আলোচনায় অংশগ্রহণ করেন।
পরে প্রশ্নোত্তর পর্বে সিওপিডি ও অ্যাজমা (শ্বাসকষ্ট) সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ডাঃ অজয় কুমার রায়।
এসআর