কুড়িগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে পুনরায় রবি বোস কে সভাপতি ও দুলাল চন্দ্র রায় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার শেখ রাসেল পৌর অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন- জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মোঃ জাফর আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জেএল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোর্দ্দার।
অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উভয় শংকর চক্রবর্তী।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পৌর মেয়র কাজিউল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদক প্রান্তোষ আচার্য শিবু, কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রশাদ পান্ডে, অনুপ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ৯ উপজেলার প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন দাবীসমূহ তুলে ধরেন। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানান।
দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিতে পুনরায় রবি বোস কে সভাপতি ও দুলাল চন্দ্র রায় কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক।
এনপি