ঢাকাTuesday , 28 November 2023

পুলিশ হত্যা মামলায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

বাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ । ১৫ জন
link Copied

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে ফরিদপুর র‍্যাব-১০, সিপিসি-৩ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কে এম শাইখ আকতার বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। ঐ মামলার এজহার নামায় ৭৮ নম্বর আসামি ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে আজ দুপুর ১টায় দিকে ঢাকার একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব। জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসআই/এসআর