ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র‍্যাকের সমন্বয় সভা

মনিরুজ্জামান মনির
নভেম্বর ১৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ । ১০৬ জন
link Copied

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন‍্যান‍্যের মাঝে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন বক্তব্য রাখেন।

সমন্বয় সভায় বাল্যবিবাহ এর নানা দিক তুলে ধরেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী ও ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি, ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার (নালিতাবাড়ী) মনোজ ভাবক।

সভায় বক্তারা বাল্যবিবাহ কে একটি সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বাল্যবিবাহ রোধে সকলে একসাথে কাজ করবে বলে মতামত ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে বাল‍্যবিয়ের পরে হলেও তথ্য দিয়ে সাহায্য করতে হবে যাতে তাদেরকে আইনের আওতায় আনা যায়। এতে জনগণ আরো সচেতন হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এবিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

অন্যান্য বক্তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ সহ মৌন সম্মতি বন্ধ করতে হবে। বাল্যবিবাহের দাওয়াতে অংশ নেয়া থেকে বিরত থাকতে হবে।

সভায় সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকসহ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির অন্যান্য সদস্যগন অংশ গ্রহণ করেন।

এনপি