ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের `কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি: কুড়িগ্রামে প্রতিবাদ

রফিকুল হক রফিক
নভেম্বর ১৮, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ । ১৯০ জন
link Copied

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাশ্বত গান “কারার ঐ লৌহ কপাট” এ.আর রহমান কর্তৃক সুর বিকৃতি করার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদি গান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সমাবেশের আয়োজন করে আমরা একাত্তর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম। এসময় জাতীয় কবি নজরুলের মূল সুরের উক্ত গানটি সহ অন্যান্য উদ্দীপনাময় গণ-সংগীত পরিবেশন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন-উর-রশিদ লাল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, সংগীত শিল্পী সন্ধ্যা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, বিশিষ্ট সমাজকর্মী চাষী নুরুন্নবী, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নীলু, প্রচ্ছদ কুড়িগ্রামের সহ-সভাপতি আশীষ বকসী, নাট্য সম্পাদক পার্থ প্রতিম চক্রবর্তী বাবন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তরফদার, মেঠোজনের প্রতিষ্ঠাতা ইউসুফ আলমগীর, বাসদ নেতা রুকুনুজ্জামান রুকু, স্বাচিপ নেতা ডাঃ অমিত সরকার প্রমূখ।

বক্তারা নজরুলের ঐতিহাসিক সংগীতের বিকৃতির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি পিপপা সিনেমায় শুদ্ধ সুরে আদি গানটি প্রতিস্থাপনের দাবী জানান।

এসময় সংগীত পরিবেশন করে সন্ধ্যা চৌধুরী, প্রতিমা চৌধুরী, আলমগীর প্রধান, শ্যামলী ভৌমিক, দিবাকর বোস দিগন্ত, শ্রদ্ধা ভৌমিক, মিলন রবি দাস প্রমূখ।

এনপি