বিএনপি-জামায়েতের ডাকা অবরোধ চলাকালে নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে কুডি মোল্লা ও কবির হোসাইন নামের দুই বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১ নভেম্বর) রাতে উপজেলার তালতলীর বাজারে ও সোনাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কুডি মোল্লা সোনা কাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক ও কবির হোসাইন যুবদল সদস্য।
তালতলী থানার ওসি মো. শহিদুল ইসলাম খান বলেন, নাশকতামূলক কর্মকান্ডের দায়ে দুই অবরোধকারীকে আটক করেছে পুলিশ। তাদের দুই জনকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে।
এইচএম/এসআর