ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

চোখের পানিতে বিদায় নিলেন মীর ইমরুল কায়েস আলী

তৌহিদুল ইসলাম সরকার
নভেম্বর ১৬, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ । ১৪৭ জন
link Copied

নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় নান্দাইল দলিল লেখক সমিতির আয়োজনে নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস ভবন হলরুমের কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠানে নান্দাইল দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খানের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারণ-সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী অতিথি সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলী।

এছাড়াও দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক উপদেষ্টা নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান, সাবেক যুগ্ন-আহবায়ক খাদেমুল ইসলাম, দলিল লেখক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, সহ-সভাপতি কামরুজ্জামান, কোষাধক্ষ্য হাবিবুজ্জামান, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, শফিকুল ইসলাম উজ্জ্বল, হারুন অর রশিদ সরকার, আবু রায়হান ভূঁইয়া সহ সকল দলিল লেখক, স্ট্যাম্প ব্যান্ডার বৃন্দ ও এক্সট্রা মহরার নকলনিবেশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিথি দীর্ঘ ১১ মাস ২৭ দিন সুদক্ষ কর্ম দক্ষতায় পারদর্শী হিসেবে নান্দাইল সাব-রেজিস্ট্রি কর্মরত ছিলেন। অনলাইন ই-রেজিষ্ট্রেশনে বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী অফিসের বিদায়ী সাব-রেজিস্ট্রার মীর ইমরুল কায়েস আলীকে দলিল লিখক সমিতির পক্ষ থেকে বিদায়ী স্ক্রেস ও বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

এনপি