ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ । ১৭৩ জন

ফাইল ছবি

link Copied

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আমবাগান থেকে রবিউল (২৫) নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের মৃত রইসুদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) বাড়ির পার্শ্ববর্তী একটি আমবাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। সে মানসিক রোগী ছিল বলে স্থানীয়রা জানায়।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

এনআই/এসআর