ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ

বাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৬:৫৮ পূর্বাহ্ণ । ২৮৬ জন
link Copied

বেতন বাড়ানো ও ২ পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরে টায়ার ও মালামাল জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা। এ সময় তারা দোকান-পাট, হাসপাতাল ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মৌচাক, সফিপুর, কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকা ‘রণক্ষেত্র’ পরিণত হয়।

মঙ্গলবার সকাল নয়টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের দাবি, সোমবার দুই শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে তারা এ বিক্ষোভ করছেন।

তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনপি