ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রফিকুল হক রফিক
অক্টোবর ৩১, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ । ১৯৭ জন
link Copied

কুড়িগ্রামে রেললাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম রেলস্টেশন এলাকার খলিলগঞ্জ কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেল লাইন এর পাশে পড়ে থাকা ওই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারনা সোমবার রাতে কাউনিয়া থেকে উলিপুর গামী কম্পিউটার ট্রেনে কাঁটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বলেন, স্টেশনের পাশে রাতে ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাবেন।

কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আসাদ বলেন, মরদেহ উদ্ধারে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এসআর