ঢাকাTuesday , 28 November 2023

কুড়িগ্রামে বাইকের এয়ার ক্লিনার বক্সে ইয়াবা পাচার, গ্রেফতার ২

রফিকুল হক রফিক
নভেম্বর ১৩, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ । ১২১ জন
link Copied

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ব্রাক মোড় এলাকার একটি ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্র্যাক অফিস এলাকায় ব্রিজের ওপর একটি গ্ল্যামার মোটরসাইকেল তল্লাশি করে গাড়ির এয়ার ক্লিনার বক্সের ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আলিম মিয়ার ছেলে লিমন মিয়া (২৬) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে মতিউর রহমান (২৩)।

ফুলবাড়ী থানা পুলিশের পরিদর্শক তদন্ত নাজমুস সাকিব জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এনপি