ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য

কুড়িগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশ

রফিকুল হক রফিক
নভেম্বর ১৩, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ । ৭১ জন
link Copied

অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল টির নেতৃত্বে ছিলেন, একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায় নৌকা মার্কায় ভোটদিন, অসাংবিধানিক সরকার কায়েমের ষড়যন্ত্র, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ মিছিল লেখা সম্বলিত একটি ব্যানার নিয়ে মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়।

পরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশিদ আলম, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, অ্যাডভোকেট জহির উদ্দিন আহমেদ প্রমুখ।

এনপি