ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পরিবার কল্যাণ বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

রফিকুল হক রফিক
নভেম্বর ২০, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ । ৩১১ জন
link Copied

কুড়িগ্রাম পরিবার কল্যাণ বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০নভেম্বর) দুপুরে মা ও শিশুকল্যাণ কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোদাব্বের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেনারেলহাসপাতালের তত্বাবধায়ক ডা: শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে আগামি ২৫ থেকে ৩০ নভেম্বর পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে জেলাব্যাপী সেবা ও প্রচার সপ্তাহ শুরু করা হবে। সভায় আয়োজকরা বলেন, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মাতৃ মৃত্যুও হার ৭০ এ নামিয়ে আনার জন্য সকলে মিলে কাজ করতে হবে।

এসআর