ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৪ ব্যবসায়ীকে জরিমানা

বাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ । ১২৭ জন
link Copied

গাজীপুরের কালীগঞ্জে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের চারটি মামলায় স্থানীয় চার ব্যবসা প্রতিষ্ঠানের চার ব্যবসায়িকে ৫৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

দন্ডপ্রাপ্তরা ব্যবসায়িরা হলেন কালীগঞ্জ বাজারের আজমল হুদা মিঠু, মো. সোলায়মান, মো. স্বপন মিয়া ও রতন চন্দ্র সাহা। চার ব্যবসায়ির মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় মিঠুকে ১ হাজার ও সোলায়মানকে জনকে ২ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১, ৫৩ ধারায় স্বপনকে ১ হাজার ও রতনকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, চারটি মামলায় কালীগঞ্জ বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানের চার ব্যবসায়িকে ৫৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জনসার্থ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস/এসআর