ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

এবার ক্ষমা চাইলেন তানজিন তিশা

বাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ । ২২১ জন
link Copied

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে সাংবাদিকের সঙ্গে ফোনালাপে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিশা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অভিনেত্রী বলেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না। সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশ্যে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে।’

তিনি আরও লেখেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার অসুস্থতা নিয়ে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হয় দেশের গণমাধ্যমে। দাবি করা হয়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। সম্পর্ক নিয়ে কিছু ঝামেলাকে কেন্দ্র করে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! পরে তিশা দাবি করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এসআর