ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

৩৬ ঘণ্টার অবরোধ ডাকলো এলডিপি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ । ১৭২ জন
link Copied

বিএনপির সমর্থনে আগামী ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সেইসঙ্গে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে দলটি।

দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

রোববার এক বিবৃতিতে কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সমগ্র দেশ এক দলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কারো জন্য কাম্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন। জনগণকে মুক্তি দিন। সভ্য সমাজে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করুন। মনে রাখতে হবে আমরা কেউ থাকবো না। কিন্তু দেশকে ধ্বংস করে কি লাভ। একটি বারের জন্য হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।

এসআর