ঢাকাMonday , 29 April 2024
  • অন্যান্য

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ । ৬৬ জন
link Copied

রাজধানী এভারকেয়ার হাসপাতালে একদিন ভর্তি থাকার পর বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে রাত সাড়ে ৮ টায় হাসপাতালে পৌঁছান তিনি। এরপর রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ বলেন, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আরো হবে। রাতে তাকে ভর্তি করা হয়েছে। এখন মেডিকেল বোর্ডের সদস্যরা বসে তার সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার। হার্টের এখনো বেশকিছু সমস্যা রয়েছে। যতদ্রুত সম্ভব তাকে বাইরে নিতে হবে।

এর আগে সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। এরপরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন বিএনপি নেত্রী।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।

এসআর