ঢাকাSunday , 28 April 2024
  • অন্যান্য

জিম্বাবুয়ে সিরিজে সৌম্যর খেলা নিয়ে শঙ্কা

বাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ । ৪৯ জন
link Copied

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোটে ঢাকা প্রিমিয়ার লিগ মিস করছেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মে মাসে তার খেলা নিয়েও আছে অনিশ্চয়তা।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। সে ম্যাচে সৌম্য ব্যাট করতে পারেননি, তার কনকাশন বদলি হিসেবে নামেন তানজিদ হাসান।

ওই চোট এখনো ভোগাচ্ছে সৌম্যকে। অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। অনিশ্চয়তায় পড়তে পারে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সৌম্যর খেলাও।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে জানিয়েছেন, সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পরই আমরা রিভিউ করব একজন অর্থপেডিশিয়ানের সঙ্গে কথা বলে।

আগামী মাসের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের দলে কি খেলতে পারবেন সৌম্য?

এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেননা এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে। আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিশিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তার পর রিভিউ।

এসআর