ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের দশম আসরের টাইটেল স্পনসর ঘোষণা

আবু সালেহ মো. ত্বোহা
জানুয়ারি ১৭, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ । ২০৪ জন
link Copied

নতুন বছরে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট যুদ্ধ।

আগামী ১৯ জানুয়ারি থেকে ১লা মার্চ এক মাসের বেশি সময় ধরে বিশ্বসেরা টি টোয়েন্টি তারকাদের সঙ্গে নিয়ে শেয়ানে শেয়ানে লড়বে বাংলার বাঘেরা। উত্তেজনা আর রোমান্সের এই টুর্নামেন্ট দেশ টিভি ও ওটিটি প্লাটফর্মের পাশাপাশি দেখা যাবে বিদেশি টেলিভিশন ও ওটিট প্লাটফর্মে।

২০২৪ এবারের বিপিএলের টাইটেল স্পনসর হিসেবে থাকছে- ইস্পাহানি, পাওয়ার্ড বাই হিসেবে থাকছে নগদ, কো স্পন্সর হিসেবে ওমেরা এলপিজি গ্যাস ও ucsi University Bangladesh Branch campus এবং এসোসিয়েট হিসেবে থাকছে Catlex এবং বসুন্ধরা চা।