ঢাকাFriday , 13 September 2024
আজকের সর্বশেষ সবখবর

ভুটানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ । ১৫৪ জন
link Copied

ফাইনালে খেলা আগেই নিশ্চিত হওয়ায় নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা আগেই জানিয়েছিলেন সাইফুল বারী টিটু। আগের দুই খেলার শুরুর একাদশে বাংলাদেশের কোচ আনেন নয়টি পরিবর্তন। বেঞ্চে বসে থাকা ফুটবলারদের নিয়েই পাওয়া গেল সহজ জয়। ভুটানের বিপক্ষে ৪-০ গোলের বড় বিজয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানে আত্মবিশ্বাসে জ্বালানিটা ভালোই পেল বাঘিনীরা।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল মহারণে নামার অপেক্ষায় লাল-সবুজের দল। ভারত দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে থাকায় টুর্নামেন্টের আরেক ফাইনালিস্ট। আসর থেকে বিদায় নেয়া নেপাল পেয়েছে ৩ পয়েন্ট। সব ম্যাচ হারা ভুটানের পয়েন্টের খাতা শূন্য।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় নিয়মিত খেলোয়াড়দের মধ্যে শুরুতে নেমেছিলেন গোলরক্ষক স্বর্ণা রানি মন্ডল ও ফরোয়ার্ড উমেলাহ মারমা। অধিনায়ক আফিদা খন্দকার বেঞ্চে থাকায় অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেন স্বর্ণা।

একের পর এক আক্রমণ হেনে যাওয়া লাল-সবুজের দল ১৮ মিনিটেই পায় গোলের দেখা। ডি বক্সে জটলার ভেতর থেকে ভুটানের ফুটবলার কেলজাং শেরিং বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। সুযোগ কাজে লাগিয়ে ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার নুসরাত জাহান মিতু।

৩০ মিনিটের মাথায় মিতুর নেয়া মাপা কর্নার কিকে উড়ে আসা বলে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার ঐশী খাতুন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সে মিতু ঢোকার সময় গোলরক্ষক সামনে এগিয়ে আসলে পোস্ট ফাঁকা হয়ে যায়। তবে প্রতিপক্ষের এক ফুটবলারের কড়া মার্কিংয়ের জন্য ভলি নিতে সক্ষম হননি। কোণাকুণি শট নিলেও দীক্ষা রাইয়ের তা গ্লাভসবন্দি করতে অসুবিধা হয়নি।

বিরতির পর ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠা ঐশী ডি বক্সে ঢুকে পাস দেন। বাঁ-পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড তৃষ্ণা রানি।

মিনিট ছয়েক পর ভুটানের গোলরক্ষক ডিফেন্ডার পেলজমের সঙ্গে বল দেয়া নেয়ার সময় গড়বড় করে বসেন। ফিরতি পাসে বল আদায়ে হাস্যকরভাবে ব্যর্থ হন। সুযোগ সন্ধানী ঐশী ছুটে এসে প্লেসিং শটে জোড়া গোলের দেখা পান।

খেলার ৭৮ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। শট নেয়ার আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক লাগলে তা হাতাহাতির পর্যায়ে যাচ্ছিল। রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর মিতুর শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।

চার মিনিট পর প্রথম খেলোয়াড় পরিবর্তন করে স্বাগতিকরা। স্বর্ণার পরিবর্তে খেলতে নামেন গোলরক্ষক জুই আক্তার। বাকি সময়ে আক্রমণের ধার থাকলেও চার গোলের জয় নিয়ে স্বাগতিকরা মাঠ ছাড়ে।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরে শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।