ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

মাদারীপুরে বেকারির মালিককে ১ লাখ টাকা জরিমানা

বাংলা পত্রিকা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ । ৪৩ জন

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের দায়ে এক বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে সদর উপজেলার চৌরাস্তা এলাকায় মধুমতি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিদর্শক ফেরদৌসী আক্তার এবং পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদন, নিম্নমানের সংযোজন দ্রব্য ব্যবহার, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, বাধ্যতামূলক নিবন্ধনবিহীন পণ্য উৎপাদন, কেক তৈরির জন্য অনুমোদনহীন কাগজ ও ফ্লেভার ব্যবহার, ফ্লোরে খাবার রাখা এবং রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারসহ নানা অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির মালিক চান মিয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে নিয়ম না মানলে আইন অনুযায়ী মামলা করা হবে।

এএইচএস/এসআর