ঢাকাTuesday , 28 November 2023

শ্যামা পূজার অনুষ্ঠানাদি অবরোধের আওতামুক্ত: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ । ২৩ জন
link Copied

সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি।

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘন্টার অবরোধে সনাতন ধর্মীবলম্বী কালী পূজ ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি, গণমাধ্যমে ও সংবাদপত্রের বহনকারী গাড়ি, জরুরী সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতা মুক্ত থাকবে।

রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে।

এসআর