১৮ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস এখনও আগুন নেভানোর কাজ করছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় সোমবার বিকাল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এর পর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ছাড়া নৌ, বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।
এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগুনে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এস আলম সুগার মিলের ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, ধারণা করছি, শর্ট সার্কিটের কারণে আগুন ধরতে পারে। বাকিটা তদন্তের বিষয়। ভালো চিনি যেগুলো আছে সেগুলো সেফ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো ঠিক সময়ে বাজারে চলে যাবে।
এসআর