ঢাকাThursday , 2 May 2024
  • অন্যান্য

অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে

বাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ । ৬০ জন
link Copied

অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোজা শুরু হচ্ছে মঙ্গলবার।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে, ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার শাবান মাস শেষ হবে আর মঙ্গলবার শুরু হবে রোজা।

এদিকে আজ রোববার ১০ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

তবে ১০ মার্চ রমজানের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন।

এসআর