ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

অচল পা নিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহর ঘর তওয়াফরত হাজী সাহেব

আবদুর রহিম, মক্কা নগরী থেকে
জুন ২৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ । ১৪৩ জন
link Copied

ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে পবিত্র হজ্ব পালন করা। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আর্থিক ও শারীরিক ভাবে সুস্থবান প্রত্যেক মুসলমানদের জীবনে একবার হজ্ব পালন করা ফরজ বলেছেন। প্রত্যেক মুমিন মুসলমানগণ হৃদয়ে ইচ্ছে পোষণ করেন জীবনে একবার হলেও আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা ও মদীনা শরীফের মসজিদুল মনোয়ারা গিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করার।

প্রতি বছরের মত এই বছর ২০২৪ সালের ৯ জিলহজ্জ থেকে ১৩ জিলহজ্জ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে হজ্জের আনুষ্ঠানিকতা শেষ হয়। এই বছর বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে ১৮ লক্ষ মানুষ পবিত্র হজ্ব উপলক্ষে মক্কা – আরাফাত-মুজদালিফা ও মিনায় তীব্র গরমকে উপেক্ষা করে মহান আল্লাহর সান্নিধ্যে পাওয়ার জন্য মিলিত হয়। সউদি আরবের প্রচন্ড তাপমাত্রায় চলতি বছর হাজারের উপর হাজীর মৃত্যু হয়। শুক্রবার পর্যন্ত গরমে ৩১ জন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

পবিত্র হজ্বের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে মহান আল্লাহর দীদার লাভের আশায় শারীরিকভাবে সুস্থ মুসলমানরদের পাশাপাশি তীব্র তাপদাহকে উপেক্ষা করে শারীরিক প্রতিবন্ধী আল্লাহর মেহমানদেরও আল্লাহর ঘর তওয়াফ করতে দেখা যায়।