ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা

বাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ । ২১৩ জন
link Copied

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তাকে এসএসকেএম হাসপাতালে নিয় ভর্তি করা হয়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। পড়ে যাওয়ায় কপালে চোট পান। পরে এসএসকেএম হাসপাতালে নেয়া হয়। ক্ষত বেশ গভীর কপালে সেলাই করতে হবে বলে চিকিৎসকর জানিয়েছেন।

এসএসকেএম হাসপাতালে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। আবার কেউ তাকে ধাক্কা দিয়েছেন কি না, তা বলা যাচ্ছে না।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসআর