ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  • অন্যান্য

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ । ১১০ জন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৭ আগস্ট) সকালে হওয়া এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সেন্ট্রাল সুলাওয়েসির পোসো জেলার উত্তর দিকে সমুদ্রের নিচে, প্রায় ১৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর অন্তত ১৫টি আফটারশক রেকর্ড করা হয়, তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, আহতদের বেশিরভাগকে আঞ্চলিক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সকালবেলার প্রার্থনায় থাকা একটি গির্জার উপাসনাকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গির্জার ভবনে কাঠামোগত ক্ষয়ক্ষতির দৃশ্য স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারী জানান, পোসো দুর্যোগ মোকাবিলা সংস্থা মাঠপর্যায়ে দ্রুত প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির আঘাতে বিপর্যস্ত হয় ইন্দোনেশিয়া। ২০২২ সালে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬০২ জনের মৃত্যু হয়। ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে নিহত হন ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ। আর ২০০৪ সালের ভয়াবহ ভারত মহাসাগরীয় ভূমিকম্প ও সুনামিতে শুধু ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান লাখো মানুষ।

সূত্র: এপি

বাংলা প্রত্রিকা/এমআর