ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়াল

বিশ্ব ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ । ১৩৯ জন
link Copied

ইসরাইলি বর্বরতায় এক মাসেরও কম সময়ের ব্যবধানে ৯ হাজার ৬১ ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নৃশংসতা থামারও কোন ইঙ্গিত নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের নিয়মিত আপডেটে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর চালানো অমানবিক হামলায়— গাজায় ৯ হাজার ৬১ জন মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা হলো ৩ হাজার ৭৬০ জন।

গত ২৬ দিন ধরে গাজায় অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরাইলি দখলদাররা। এছাড়া গত ২৮ অক্টোবর থেকে তারা স্থল অভিযানও শুরু করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলের হামলায় ৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন ৩২ হাজার।

এছাড়া আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ২ হাজার ৬০০ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে। যার মধ্যে শিশু হলো ১ হাজার ১৫০ জন। এসব শিশু হয় নিখোঁজ রয়েছে অথবা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

শুধুমাত্র বৃহস্পতিবার ইসরাইলের হামলায় ২৫৬ বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৩৫ স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইসরাইলিরা এ সময়ের মধ্যে ২৫টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে।

দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গাজার ১৬টি হাসপাতাল এবং ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এসআর