ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

তৌহিদুল ইসলাম সরকার
ডিসেম্বর ২৪, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ । ১৮৪ জন

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ঝিনু আক্তার (৬৫) নামের এক নারী মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারেরঘাট বাজার নামক স্থানে ব্রিজের দক্ষিণ পাশে রাস্তা পারাপারের সময় ইজি বাইকের চাপায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝিনু আক্তার এর বাড়ি উপজেলার মুসল্লী ইউনিয়নের ত্রিমোহনী আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের বাসিন্দা।

পরে নিহত নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে গুচ্ছগ্রামে পাঠানোর ব্যবস্থা করেন।

হাইওয়ে থানার (ওসি) মহানসো শফিক সরকার বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়ার পূর্বে ই লাশ ও ইজিবাইক সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কোন অভিযোগ পাওয়া যায়নি তবে বিষয়টি খতিয়ে দেখছি।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহে মিটিংয়ে ছিলাম এ বিষয়ে আমার কাছে কোন সংবাদ আসেনি বিষয়টা আমি জানিনা।