ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আগামী ৭ তারিখ ভোটের মাধ্যমে আপনাদের প্রমান করে দিতে হবে জননেত্রী শেখ হাসিনা ভোটে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। গফরগাঁও নতুন ইতিহাস তৈরি করে, নতুন খবর তৈরি করে। এবারের নির্বাচনে আমারা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে, সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করবো,নতুন খবর তৈরি করবো। নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নতুন ইতিহাস, নতুন খবর তৈরি করবো।
রবিবার বিকালে রাওনা ইউনিয়নের পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খাম্বা মামুন শুধু খাম্বা লাগিয়েছে কিন্তু বিদ্যুত দেয়নি। গফরগাঁওয়ে শতভাগ বিদ্যুত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে হলে আপনাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় পাকা রাস্তা ঘাট হয় সেজন্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
এসময় রাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান শাহবুল আলমসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পথ সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ।
ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে পথ সভায় যোগ দেন এক পর্যায়ে পথ সভাটি জনসভায় রূপ নেয়।