নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর তিনটা পর্যন্ত জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়মের কারণে সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
তিনি বলেন,৭ টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে। এসময় ১৫ জনকে জাল ভোট অথবা জাল ভোটে সহায়তা করায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
জাহাংগীর আলম বলেন, এ সময় কয়েকটি ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককটেল ফোটানো হয়েছে। এ তথ্যগুলো আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি।
তিনি বলেন, দুপুর পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনার প্রাণহানি ঘটেছে। যেটা আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্ত রিপোর্ট আসলে আমরা আপনাদের বিস্তারিত জানাবো।
ইসি সচিব বলেন, এছাড়া দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার অসুস্থতা জনিত কারণে মারা গেছে। এরমধ্যে একজন গতকাল রাতে দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে অন্যজন জামালপুরে। বেলা তিনটা পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে।
এসআর